Breaking News

Rashmika Mandanna: প্রতারণার শিকার পুষ্পার শিভাল্লি

রিপোর্ট : , এই যুগ, নিউজ ডেস্ক

রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) প্রতারণার শিকার এই খবরে উত্তাল নেটদুনিয়া । (Rashmika Mandanna)গুজব রটেছে ৮০ লক্ষ টাকা আর্থিক প্রতারণার শিকার হয়েছেন নায়িকা। (Rashmika Mandanna)তাঁর ম্যানেজার তাঁর সঙ্গে এমন আর্থিক প্রতারণা করেছে। রশ্মিকার কেরিয়ারের শুরু থেকে একজন ম্যানেজারের সঙ্গেই কাজ করতেন।Rashmika Mandanna: প্রতারণার শিকার পুষ্পার শিভাল্লি

কিন্তু, হঠাৎই ৮০ লক্ষ টাকা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। পর তিনি জানতে পারেন ৮০ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন তিনি। তাঁর ম্যানেজার সেই টাকা তছরুপ করেছে। এই খবর ভাইরাল হওয়ার পর অবশেষে মুখ খুললেন নায়িকা। তাঁর টিমের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয় এটি গুজব। সত্য নয়। তিনি প্রতারণার প্রসঙ্গটি গুজবের আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, স্বেচ্ছায় সে ও তাঁর ম্যানেজার আলাদা কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে টাকা তছরুপ বা প্রতারণার কোনও বিষয়ই নেই।

দক্ষিণী বিউটি রশ্মিকা মন্দানা ২০১৬ সালে কিরিক পার্টি সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন । অল্প সময়ের মধ্যে সাফল্য পান তিনি । তামিল ও কন্নড় ছবিতেও অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা। ‘অঞ্জনী পুত্র’, ‘ছমক’, ‘ইজমন’-র মতো একাধিক দক্ষিণী হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তেমনই গীত গোবিন্দম, দেবদাস, ডিয়ার কমরেড, ভীষ্ম-র মতো হিট ছবিতে কাজ করেন রশ্মিকা মান্দানা। ৩০-র গণ্ডি এখনও পার করেননি নায়িকা কিন্তু তার আগেই মিলেছে সাফল্য। পুষ্পা ছবির ‘সামি সামি’ গানে রশ্মিকার নাচ এখনও মনে রেখেছেন দর্শকেরা। এই ছবি তাঁকে সর্ব ভারতীয় পরিচিতি দিয়েছে । সদ্য পুষ্পা ২-র কাজে ব্যস্ত রয়েছেন নায়িকা।

এই সিক্যোয়েল ছবিতে ফের শ্রীভল্লীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এছাড়াও রশ্মিকা একাধিক ছবিতে কাজ করছেন । বর্তমানে দক্ষিণী ছবির সঙ্গে জমিয়ে কাজ করছেন বলিউডেও। এরই মাঝে আর্থিক প্রতারণার প্রসঙ্গে খবরে আসেন রশ্মিকা। জানান আসল সত্য।
তাঁর এই ঘটনা কয়েকদিন ধরে টেনডিং ছিলো সমাজ মাধ্যমে। তবে তাঁর প্রেস বিজ্ঞপ্তি নায়িকার অনুরাগীদের কিছুটা স্বস্তি দেবে এটা আশা করা যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।