বুধবার (Jalpaiguri) জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ীতে রাস্তা, ড্রেন ও কালভার্ট নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল।(Jalpaiguri) যার শুভ উদ্বোধন করলেন এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। জানাযায় ফুলবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের জামুরাভিটা পাকারাস্তা, দুইপাশের ড্রেন ও কালভার্ট। রামনগর মজদুর বস্তির ড্রেন, হরিপুর – নিচপাড়া রাস্তা, ড্রেন ও কালভার্ট নির্মাণ।
ফুলবাড়ী ২নং গ্রাম পঞ্চায়েতএর পুটিমারিতে ক্যানেল থেকে মসজিন পিএমজিএসওয়াই রাস্তা ভায়া এমএসকে হয়ে রেশন দোকান পর্যন্ত গার্ডওয়ালসহ পাকা রাস্তার নির্মাণ। জানা যায় এসজেডিএর আর্থিক আনুকূল্য এই পকল্পে বরাদ্ধ করা হয়েছে।এসজেডিএর চেয়ারম্যান সৌরভ বাবু ছাড়াও, দেবাশীষ প্রামাণিক, এসজেডিএর সদস্য রঞ্জন শীল শর্মা, মাফুজা করাতি, প্রকান্দ্র কর, মল্লিক চন্দ্র রায়, তপন সিংহ, কবিতা নাগগুপ্ত, গীতাদাস প্রমুখরা। এই রাস্তা ও ড্রেন পাওয়া নেতৃত্বরা ধন্যবাদ জানান এসজেডিএকে।
Jalpaiguri: রাস্তা ও ড্রেন নির্মানের শুভ উদ্বোধন ফুলবাড়ীতে
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি