Breaking News

Ratan Tata: বিশ্বে আবার এক নক্ষত্র পতন ঘটলো , মৃত্যু হলো রতন টাটার

রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, নিউজ ডেস্ক

Ratan Tata: বিশ্বে আবার এক নক্ষত্র পতন ঘটলো , মৃত্যু হলো রতন টাটারজীবনাবসান হলো টাটা গোষ্ঠীর (Ratan Tata) অবসরপ্রাপ্ত চেয়ারম্যান রতন টাটার। বয়স হয়েছিল ৮৬ বছর।(Ratan Tata) গত দু’দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সন্ধ্যায় তাঁর প্রয়াণের খবর জানান শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা।গত দু’দিন ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জানা গিয়েছিল তাঁর ব্লাড সুগার লেভেল ফল করেছে। যদিও নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জানিয়েছিলেন, তিনি ভালো আছেন। উদ্বেগের কোনও কারণ নেই। তবে এ দিন সকালেই হাসপাতাল সূত্রে জানা যায়, রতন টাটার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সোমবার থেকেই ICU-তে চিকিৎসা চলছিল তাঁর। হলো না শেষরক্ষা। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা বিফল করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট এই শিল্পপতি। শোক বার্তা জানান মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।