আরজি কর (Rg kar hospital)হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই শিরোনামে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রথমে আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। এরপর ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনাতেও গ্রেফতার করা হয়। এবার সেই সন্দীপই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন।আরজি করে ডাক্তার ধর্ষণ খুনের ঘটনার পর একাধিকবার সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। লাগাতার চাপে শেষমেষ নিজেই অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন। আরজি কর আর্থিক দুর্নীতি এবং ধর্ষণ হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলের চার দেওয়ালের মধ্যে দিন কাটছে সন্দীপের এবার তিনিই ‘বিশেষ’ আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন।জানা যাচ্ছে, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভাঙার আর্জি জানিয়ে হাইকোর্টে গিয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। আবেদনে জানিয়েছেন, পারিবারিক খরচ সহ বেশ কিছু খরচ সামাল দেওয়ার জন্য এফডি ভাঙতে হবে। জানা যাচ্ছে, উচ্চ আদালতের বিচারপতি বিভাস পট্টনায়েক এই মামলা শুনতে পারেন। তাঁর জমানায় হাসপাতালে হওয়া নানান দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে। টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে মৃতদেহ পাচার, হাসপাতালের বর্জ্য পাচার, ভূরি ভূরি অভিযোগ উঠেছে।এবার সন্দীপই পারিবারিক খরচ সহ বেশ কিছু খরচ সামাল দেওয়ার জন্য ফিক্সড ডিপোজিট ভাঙার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের এই আবেদনের শুনানিতে কী হয় সেটাই এবার দেখার।
RG Kar hospital : FD ভাঙতে চেয়ে এবার হাইকোর্টে ছুটলেন সন্দীপ ঘোষ
রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper