শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Rhino: জলদাপাড়া জাতীয় উদ্যানে নববর্ষের উপহার গন্ডার শাবক

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Rhino: জলদাপাড়া জাতীয় উদ্যানে নববর্ষের উপহার গন্ডার শাবকজলদাপাড়া জাতীয় (Rhino) উদ্যানে নববর্ষের দিন এক আনন্দঘন ও আশাব্যঞ্জক ঘটনার সাক্ষী থাকল বন দপ্তর। ২০২৬ সালের ১ জানুয়ারি, অর্থাৎ ইংরেজি নববর্ষের প্রথম দিনেই জলদাপাড়া জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গণ্ডারের একটি শাবকের জন্ম হয়েছে। নিয়মিত নজরদারির সময় হাতি পিঠে টহলদারি দল এই সদ্যোজাত গণ্ডার শাবকটিকে তার মায়ের সঙ্গে দেখতে পায়।বন দপ্তর সূত্রে জানা গেছে, জলদাপাড়া জাতীয় উদ্যানের নির্ধারিত প্রোটোকল অনুযায়ী প্রতিটি নবজাত গণ্ডার শাবকের জন্ম নথিভুক্ত করা হয়। জন্মের পর থেকেই শাবক ও তার মায়ের উপর বিশেষ নজরদারি চালানো হয়। নিয়মিত পর্যবেক্ষণ, অবস্থান শনাক্তকরণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় যাতে শাবকটি সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং কোনওরকম বিপদের সম্মুখীন না হয়।জলদাপাড়া জাতীয় উদ্যানের নিবিড় ব্যবস্থাপনা ও সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবেই এই নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়। হাতি পিঠে টহলদারি, বনকর্মীদের পর্যবেক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে গণ্ডারদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এর ফলে চোরাশিকার প্রতিরোধের পাশাপাশি গণ্ডারদের স্বাভাবিক জীবনচক্র নির্বিঘ্নে চলতে পারছে।নববর্ষের দিনে গণ্ডার শাবকের জন্ম বনপ্রেমী ও পরিবেশবিদদের কাছে অত্যন্ত সুখবর। এটি জলদাপাড়ার বাস্তুতন্ত্র যে সুস্থ ও ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে, তারই স্পষ্ট প্রমাণ। পাশাপাশি এটি প্রমাণ করে যে দীর্ঘদিন ধরে চালানো সংরক্ষণ প্রচেষ্টা সঠিক পথে এগোচ্ছে।বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার সংরক্ষণ ও বন্যপ্রাণ সুরক্ষায় আরও জোর দেওয়া হবে, যাতে এই অমূল্য প্রাণী নিরাপদে বংশবিস্তার করতে পারে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।