বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন পা দিলেন ৪২-শে (Riya Sen)। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। (Riya Sen)অনুরাগীরা সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।অভিনয়ে দিদার মতোন জনপ্রিয়তা না পেলেও পোশাকের ব্যাপারে বরাবরই সাহসী মুনমুন কন্যা রিয়া। ১৯৯১ সালে শিশু শিল্পী দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন রিয়া। তারপর বাংলা, হিন্দি, ওড়িয়া, তেলেগু, মালালায়ম, এমনকী ইংরেজী সিনেমাতেও দেখা গেছে এই অভিনেত্রীকে। (Riya Sen)মাত্র ১৬ বছর বয়সে ফাল্গুনী পাঠকের মিউজিক অ্যালবামে ঝড় তুলেছিলেন রিয়া সেন। স্টারকিড হওয়ার পরও নিজেকে সিনেমা জগতে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি রিয়া। বলিউডের ছবিতে কাজ করলেও সাফল্য পাননি রিয়া বরং বিতর্কের কারণে বারেবারে শিরোনামে উঠে এসেছেন তিনি।বলি অভিনেত্রী আমিশা পটেলের ভাই অস্মিত পটেলের সঙ্গে রিয়া সেনের সম্পর্ক নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।অস্মিতের সঙ্গে গোপন এসএমএস ফাঁস হয়ে যাওয়ার পর রিয়ার কেরিয়ারের মোড় পুরোটাই ঘুরে গিয়েছিল।মুনমুন কন্যা রিয়া সেনের সঙ্গে বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। এমনকী বিয়ের আগেও নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন রিয়া এবং সেই কারণেই দীর্ঘদিনের প্রেমিকের সাথেই তাড়াহুড়ো করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রিয়া I যদিও এগুলো গুজব বলে তা উড়িয়ে দিয়েছিলেন মুনমুন কন্যা।অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন সেই অভিনয় নিয়ে দর্শকমনে ছাপ না রাখতে পারলেও ফটোশ্যুটে তিনি নজর কেড়েছেন নেটিজেনদের । একের পর এক ছবিতে শরীরী উষ্ণতায় ঘুম উড়িয়েছেন পুরুষদের।লাস্যময়ীর উষ্ণ আবেদন দেখতে সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণই উপচে পড়ছে ভিড়। শরীরী আবেদনে সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেস ধরে রেখেছেন বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন। রিয়ার শরীরী নেশায় কালঘাম ছুটছে ভক্তদের।
Tags Riya Sen
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper