শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Rs-2000 Petrol pump: ২ হাজারের বিপদে বাঁচতে অসাধু মানুষের নিশানায় পেট্রোল পাম্প

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Rs-2000 Petrol pump: ২ হাজারের বিপদে বাঁচতে অসাধু মানুষের নিশানায় পেট্রোল পাম্প ২০১৬ সালে (Petrol pump) ভারতবর্ষ জুড়ে বর্তমান কেন্দ্রীয় সরকার দেশের টাকা র কালোবাজারি রুখতে রাত্রিবেলা দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হঠাৎ ঘোষণা করেন পাঁচশো এবং ১০০০ টাকার নোট একটি সময় পর্যন্ত বৈধ থাকবে তারপর ওই টাকা কেন্দ্রীয় সরকারের থেকে তুলে নেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

(Petrol pump) সেই সময় দেশজুড়ে পেট্রোল পাম্প মালিকদের অ্যাসোসিয়েশনের কাছে ফিন্যান্স ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছিল যে ৫০০ এবং ১০০০ টাকার নোট যাতে তারা গ্রাহকদের থেকে গ্রহণ করেন বা নিয়ে নেয় কিন্তু পরবর্তীকালে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে তাদের চিঠি পাঠানো হয় এবং বেশ কয়েকটি পাম্পকে ফাইন ও ধার্য করা হয় যে তারা এত৫০০ এবং ১০০০ টাকা র নোট কোথায় পেয়েছে আবার কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে ২০২৩ এর ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকা ভারতবর্ষে বৈধ থাকবে বলে ঘোষণা করেছেন।

(Petrol pump) সে কারণে এই দুই হাজার টাকার নোট মার্কেট থেকে তুলে নেবার সিদ্ধান্তের ফলে তাই পাম্প মালিকরা চিন্তার মধ্যে পড়েছেন ,তারা এখন কি করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না তাই তারা আবার যাতে আগের ঘটনার সম্মুখীন না হন এবং তার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য তারা ইনকাম ট্যাক্স ও কেন্দ্রীয় ফিনান্স ডিপার্টমেন্ট কে চিঠি দিয়েছেন এবং 25 সে মে তারিখ দেশ জুড়ে পাম্প মালিকরা মিটিংয়ে বসবেন তারপর পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।  জানালেন পশ্চিমবঙ্গ পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের বা অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট মিস্টার প্রসেনজিৎ সেন মহাশয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।