Breaking News

Alipurduar: ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বারোবিশা ট্রাফিক গার্ডের

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বারোবিশা ট্রাফিক গার্ডেরআলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা ট্রাফিক গার্ডের উদ্যোগে বারোবিশা চৌপথিতে শুক্রবার দুপুরে আয়োজিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এদিন এলাকার কয়েকটি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিয়ে একটি মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। কুমারগ্রাম থানার আই সি বাসুদেব সরকার ও বারোবিশা পুলিশ ফাঁড়ির ওসি নয়ন দাস ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিয়ে সাধারন মানুষ ও যানবাহন চালকদের সচেতনতার বার্তা দেন উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মী সহ এলাকার বিশিষ্টজনেরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।