Breaking News

SAFE DRIVE SAVE LIFE Jalpaiguri: নাগরিক সচেতনতা বৃদ্ধি ও পথ দুর্ঘটনা কমাতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে লাগানো হল সেফ ড্রাইভ সেভ লাইফ ফ্লেক্স

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

SAFE DRIVE SAVE LIFE Jalpaiguri: নাগরিক সচেতনতা বৃদ্ধি ও পথ দুর্ঘটনা কমাতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে লাগানো হল সেফ ড্রাইভ সেভ লাইফ ফ্লেক্স safe-drive-save-life-to-increase-citizen-awareness-and-reduce-road-accidents-jalpaiguri-district-police-has-installed-safe-drive-save-life-flexes-at-various-places-in-the-district-ei-yug-west-bengalনাগরিক সচেতনতা বৃদ্ধি করে পথ দুর্ঘটনার আশংকা কমাতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে  জেলার বিভিন্ন স্থানে লাগানো হল সেফ ড্রাইভ সেভ লাইফ ফ্লেক্স। শুক্রবার জলপাইগুড়ি জেলা পুলিশের অধীন রাজগঞ্জ ট্রাফিক গার্ড,ময়নাগুড়ি ট্রাফিক গার্ড,মেটেলি ট্রাফিক গার্ড, ধুপগুড়ি ট্রাফিক গার্ড ও জলপাইগুড়ি সদর ট্রাফিক গার্ডের কর্মীরা এলাকার রাস্তার মোড়ে মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক ফ্লেক্স লাগালেন। পাশাপাশি বাইক আরোহী সহ চালকদের হেলমেট পড়ে বাইক চালানোর জন্য আবেদন জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।