সাম্প্রতিক সময়ে সড়ক (Bankura) দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা নিয়ে পুলিশ প্রশাসন থেকে বারবার সচেতনতার প্রচার চালানো হচ্ছে। তবে অনেক মানুষ এখনও সচেতন হয়নি। বিশেষ করে ওভারলোডেড ট্রাক এবং ডাম্পারের কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।এই ওভারলোডেড (Bankura) গাড়ি চলাচল রোধ করতে শালতোড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমাল্য ঘোষ এবং শালতোড়া থানার ওসি বিশ্বনাথ দাস ১৭ই জুলাই সকাল সাড়ে ৯টায় ব্লকের ইতুরি এবং উদয়পুর ওয়ে ব্রিজ পরিদর্শনে বেরিয়ে পড়েন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমাল্য ঘোষ জানান, “এমনিতেই রাস্তাগুলো ছোট। তার ওপর যদি ওভারলোডেড ট্রাক চলে, তাহলে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়বে। তাই আমরা আজ ওয়ে ব্রিজগুলো পরিদর্শনে এসেছি এবং দায়িত্বে থাকা ব্যক্তিদের সতর্ক করেছি যাতে ওভারলোড গাড়ি হলে সেগুলো সতর্ক করা হয়।”এই অভিযান সড়ক দুর্ঘটনা কমাতে এবং রাস্তাগুলোর ক্ষতি রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
Bankura: শালতোড়ায় ওয়ে ব্রিজ পরিদর্শনে বিডিও ও ওসি
রিপোর্ট : শিল্পী চার , এই যুগ, বাঁকুড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper