চেন্নাই থেকে কলকাতায় ট্রেন পথে (Santragachi Howrah) গাঁজা পাচার রুখলো হাওড়া সিটি পুলিশ। চেন্নাই থেকে আসা ট্রেনে চার যুবক গাঁজা সাপ্লাই করতে আসছে শহরে গোপন সূত্রে এই খবর পেয়ে যাত্রী সেজে দাঁড়িয়ে থাকা হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা এদের হাতেনাতে ধরে ফেলেন। প্রায় ১৫০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এই গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত। সড়ক পথে বার বার পুলিশের জলে ধরা পড়ার পর এবার ট্রেন পথে গাঁজা পাচারের চেষ্টা হয়েছে বলে দাবি পুলিশের। পাচার চক্রের সাথে যুক্ত চারজনকেই পুলিশ গ্রেফতার করেছে।
Santragachi Howrah: ট্রেন পথে গাঁজা পাচার, পুলিশের জালে ৪
রিপোর্ট : বাপন ধাঁড়া , এই যুগ, হাওড়া