Breaking News

Santragachi: হাওড়ার সাঁতরাগাছি রেল ইয়ার্ডে কাজ করার সময় দুঘর্টনায় মৃত্যু রেল কর্মীর

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Santragachi: হাওড়ার সাঁতরাগাছি রেল ইয়ার্ডে কাজ করার সময় দুঘর্টনায় মৃত্যু রেল কর্মীর হাওড়া সাঁতরাগাছি রেল ইয়ার্ডে কাজ করার সময় বিপত্তি | কাজের সময় স্লিপ করে ট্রেনে নিচে ঢুকে যাই এক কর্মী , হটাৎ করেই ট্রেনিটি গড়িয়ে যায় | ঘোটনাস্থলে প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে হয়ে যাই রেল কর্মী আফরাহীন খান | সাঁতরাগাছি রেল হস্পিতলে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে  চিকিৎসকেরা | ব্যাপক শ্রমিক অসন্তোষ |

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।