শনিবার ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির জন্মদিন উপলক্ষে কোনা ট্রাফিক অফিস ও এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে সাঁতরাগাছি কোনা ট্রাফিক অফিসে বিরাট কোহলির জন্ম দিবস পালন করা হলো। এছাড়াও এদিন জন্মদিন উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাঁতরাগাছিতে বিরাট কোহলির সমর্থকরা আজ উপস্থিত হয়। উপস্থিত সমর্থকদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিরাট কোহলির চিত্র প্রদর্শনী আয়োজিত হয় আজ।এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাওড়ার ডিসিপি ট্রাফিক অর্ণব বিশ্বাস জানান বিরাট কোহলি একজন জনপ্রিয় ভারতীয় ক্রিকেট খেলোয়াড়। আজ তাঁর জন্মদিনের দিন সাঁতরাগাছি কোনা ট্রাফিক গার্ড ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের মাধ্যমে আজকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য তাঁরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। শনিবার দিন বহু সংখ্যায় বিরাট কোহলি সমর্থকরা সাঁতরাগাছিতে কেক কেটে তাঁদের উচ্ছাস প্রকাশ করেন।
Howrah Santragachi: কোনা ট্রাফিক অফিস ও এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে সাঁতরাগাছিতে বিরাট কোহলির জন্মদিবস পালন
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper