সরকারি জমি দখল মুক্ত করতে (Jalpaiguri) অভিযানে নামলো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক প্রশাসন। মঙ্গলবার এই অভিযানে অংশ গ্রহন করেন রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মন, ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুখেন রায় সহ অন্যান্য আধিকারিকগন। বিডিও প্রশান্ত বর্মন জানান এদিন গজলডোবার ঝুলন্ত ব্রিজের পাশে কয়েক বিঘা সরকারি জমি দখল মুক্ত করে জমিতে সরকারি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য শিলিগুড়ির কোনো এক নেতা এই জমি দখল করে রেখেছিলেন। তিনি আরও জানান মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ব্লক প্রশাসন গজলডোবা এলাকায় বেশ কিছু সরকারি জমি চিহ্নিত করে। ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুখেন রায় জানান এদিন এক একর তেত্রিশ ডেসিমেল জমি চিহ্নিত করে সরকারি সাইন বোর্ড লাগানো হয়েছে। ব্লকে যেসব এলাকায় সরকারি জমি দখল করা হয়েছে সেগুলি দখল মুক্ত করার লক্ষ্যে অভিযান জারী থাকবে।
Jalpaiguri: সরকারি জমি দখল মুক্ত করতে অভিযানে ব্লক প্রশাসন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি