জলপাইগুড়ি জেলা পুলিশের অধীন ধূপগুড়ি থানার ট্রাফিক গার্ডের উদ্যোগে সাতচল্লিশ নম্বর এশিয়ান হাই ওয়েতে বুধবার আয়োজিত হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এদিন ধুপগুড়ি ট্রাফিক গার্ডের কর্মীরা প্রতিটি যানবাহনে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগিয়ে যান চালক ও পথ চলতি সাধারন মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে পরামর্শ দেন। পাশাপাশি কুয়াশা জনিত কারণে যাতে দূর্ঘটনা না ঘটে সেদিকেও ঞ্জর রেখে গাড়ি চালানোর পরামর্শ দেন। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ট্রাফিক গার্ডের ডি এস পি, ধুপগুড়ি থানার আই সি সহ ট্রাফিক গার্ডের হাই ওয়ে ইইন্সপেক্টর। ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর পাশাপাশি চালকদের মিষ্টিমুখ করানো হয় এবং ট্রাফিক আইন সম্বলিত লিফলেট বিলি করা হয়।
Save Drive Save life: সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ধুপগুড়িতে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি