ক্লাসে পড়া না (Howrah) করায় এক দশম শ্রেণীর ছাত্রকে শাস্তি দিয়েছিলেন স্কুলের শিক্ষক। (Howrah)কিন্তু তারই প্রতিবাদে স্কুলে ঢুকে ওই শিক্ষককে বেধড়ক মারধর করল ওই ছাত্রের অভিভাবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়া শ্যামপুরের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠে। জানা গিয়েছে গত আগামী সেপ্টেম্বর গ্রামার ক্লাসে ঠিকমতো ক্লাস না করায় ইংরাজীর শিক্ষক ওই ছাত্রকে প্রথমে কান ধরে উঠবস করতে বলেন পরে ওই ছাত্রের গায়ে হাত তোলেন প্রাথমিকভাবে সব মিটে গেলেও রাগে ওই ছাত্র বাড়ি চলে যায়। এরপরই ছাত্রের বাড়ির অভিভাবক ছুটে আসে স্কুলে এবং স্কুলের স্টা ফফরুমে ঢুকে ইংরেজি শিক্ষককে বেধড়ক মারধর করে যার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এই ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বিভিন্ন মহলে। আতঙ্কিত শিক্ষকরা।
Howrah: স্কুলে ঢুকে শিক্ষককে বেধড়ক মারধর অভিভাবকের ,হাওড়ায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper