সোমবার ঘোলা থানার পানিহাটির ১ নম্বর রাজেন্দ্রপল্লী এলাকায় পেশায় চার্টার্ড একাউটেন্ট সুব্রত মালাকারের বাড়িতে ইডির জোরদার তল্লাশি। এদিন সকাল ৭-৩০ মিনিট নাগাদ ইডির চার সদস্যের প্রতিনিধি দল দুইজন ব্যাঙ্ক আধিকারিককে সংগে নিয়ে হানা দেয় রাজেন্দ্রপল্লীর সুব্রত মালাকারের বাড়িতে। টানা ছয় ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের পর সুব্রতকে আটক করে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারীরা। তারপর বেলঘড়িয়ার এ এ পাই রোডের ‘রায় চৌধুরী এপার্টমেন্টে’র নিচে তাঁর অফিসে তল্লাশি চালায় তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, সুব্রতের বাড়ি থেকে অনেক ব্যাঙ্কের পাস বই এবং প্রচুর নথিপত্র উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্র বলছে, বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত অভিযোগ পেয়ে ইডির অধিকারিকরা সুব্রত মলাকারের বাড়িতে তল্লাশি চালায়। বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে সন্ধেতে ফের ঘোলার রাজেন্দ্রপল্লীর বাড়িতে সুব্রতকে ছেড়ে দিয়ে যায় তদন্তকারীরা। উদ্ধার হওয়া নথি খতিয়ে দেখে ইডি পরবর্তী পদক্ষেপ নেবে। ইডির অনুমান, কোনও প্রভাবশালী ব্যক্তির হয়ে সুব্রতের মাধ্যমে বিদেশে টাকা পাচার করা হত। যদিও সুব্রত কি কাজ করতেন, তা নিয়ে ধোঁয়াশায় পড়শিরাও।
Barrackpore: পানিহাটির রাজেন্দ্রপল্লীতে তল্লাশি চার্টার্ড একাউটেন্টর বাড়িতে
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper