আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের পানবাড়ি (Marriage) লক্ষীর মাঠে বৃহস্পতিবার আয়োজিত হয় আদিবাসীদের সারুল পুজো। এদিন এই পুজো উপলক্ষ্যে এলাকার আদিবাসী সমাজে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুজো প্রাঙ্গণে সতেরো জোড়া বর কনের গণবিবাহ দেওয়া হয়। উদ্যোক্তারা জানান আদিবাসী সমাজের দীন দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের টাকার অভাবে বিয়ে দেওয়া সম্ভব হয়না। তাদের এদিন বিয়ের ব্যবস্থা করা হয় পুজো কমিটির ব্যবস্থাপনায়। রীতিমতো পুরুৎ ডেকে মন্ত্রোচ্চারণ এর মাধ্যমে আদিবাসী সমাজের রীতি মেনে চার হাত এক করা হয়। বিয়ের পর উপস্থিত সকলের ভূঁড়িভোজের ও ব্যবস্থা ছিলো উপস্থিত ছিলেন আলাকার বিশিষ্ট সমাজসেবি লিয়স কুজুর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
Marriage: সারুল পুজোর মাধ্যমে সতেরো জোড়া গণবিবাহ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার