ইদানিং সরকার ফেলার ইঙ্গিত দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুদিন আগেই তার হুঙ্কার ছিল, যেতেই হবে। মহারাষ্ট্রের পর ঝাড়খন্ড, তারপর পশ্চিমবঙ্গ। এদিকে বুধবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধর্মতলায় প্রতিবাদ সভায় হাজির হয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, সরকার ফেলা, আর গড়া। সেটা তো মানুষের হাতে আছে। মন্ত্রীর কটাক্ষ, গত বিধানসভা নির্বাচনে ওরা আওয়াজ তুলেছিল এবার দুশো পার। কিন্তু ওরা সাতাত্তরেই থমকে গেল। এখন বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।
Shashi Panja: সরকার ফেলা, গড়া মানুষের হাতে : শশী পাঁজা
রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, কলকাতা