শুক্রবার (Jalpaiguri)জলপাইগুড়ি জেলার শিকারপুরের ডিকা পাড়ায় নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে রাস্তা নির্মাণের শুভ সূচনা করলেন বিধায়ক খগেশ্বর রায়।জানা যায় এই রাস্তাটি “গাজোলডোবা ডেভেলপমেন্ট অথরিটির (জিডিএ) তহবিলে ব্যায়ে! এবং জিডিএ এর উদ্যোগ। উল্লেখ গতকাল জিডিএ এর উদ্যোগ ৬ কোটি ২২লক্ষ টাকার ব্যায়ের মোট ১৩ পকল্পের ঘোষণা করা হয়, গতকালই মোট ৮৭ লক্ষ টাকা খরচের শুভ সূচনা করেছিলেন বিধায়ক খগেশ্বর রায় ও জেলা শাসক মৌমিতা গোদারাবসু। জানা যায় বেশকয়েকটি পেপার ব্লক, সিড়ি, পথবাতি, নৌকা সৌন্দর্যায়নসহ একাধিক বিষয়। যার মধ্যে শিকার পুর অঞ্চলের এই ডিমা পাড়া রাস্তাটি। উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, শিকারপুর অঞ্চলের প্রধান ও পঞ্চায়েন সদস্যরা।
Jalpaiguri: শিকারপুরের ডিকা পাড়ায় রাস্তার শিলান্যাস করলেন রাজগঞ্জ বিধায়ক
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper