Breaking News

siliguri: আলুর দাম নিয়ন্ত্রনের লক্ষ্যে বৈঠক করলেন মেয়র গৌতম দেব

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: আলুর দাম নিয়ন্ত্রনের লক্ষ্যে বৈঠক করলেন মেয়র গৌতম দেব দিন দিন বেড়েই চলেছে আলুর দাম। (siliguri) রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হুঁশিয়ারিসত্বেও আলুর দাম কমেনি। সাধারন মানুষের খাদ্য তালিকায় আলু একটি অন্যতম প্রধান সবজি। এই আলুর দাম ঊর্ধ্বগামী হওয়ায় বিপাকে পড়েছেন সাধারন মানুষ। শিলিগুড়ির বাজারে আলুর দাম নিয়ন্ত্রনের লক্ষ্যে শনিবার শিলিগুড়ি পৌর নিগমের সভাকক্ষে টাস্ক ফোর্সের সাথে বৈঠক করলেন শিলিগুড়ি পৌর নিগম এর মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ গন, বৃহত্তর শিলিগুড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকগন সহ পুলিশ আধিকারিকগন। মেয়র জানান এদিন বৈঠকে আলু সহ অন্যান্য সব্জীর দাম কমানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়। শিলিগুড়ির বাজারগুলিতে টাস্ক ফোর্স নিয়মিত অভিযান চালাবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।