ভারত নেপাল (siliguri) সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা থেকে বৃহস্পতিবার সকালে একটি দেশীয় পিস্তল সহ এক জনকে আটক করে সীমান্তে কর্তব্যরত সশস্ত্র সীমা বলের জওয়ানরা। জানা গেছে গোপন সুত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সশস্ত্র সীমা বলের জওয়ানরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে ও সেটি সহ ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতের নাম মহম্মদ সিরাজ, সে নক্সালবাড়ি থানার তোতারাম জোতের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে পুলিশ তাকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
siliguri: ভারত নেপাল সীমান্তে গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র সহ এক যুবক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি