বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

siliguri: ভারত নেপাল সীমান্তে মাদক সহ গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: ভারত নেপাল সীমান্তে মাদক সহ গ্রেপ্তার এক গোপন সুত্রে পাওয়া (siliguri) খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকার গৌরসিং জোত থেকে এক ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায় পুলিশ। তল্লাশীতে আটক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় একশো এক গ্রাম ব্রাউন সুগার ও বারো বোতল নিষিদ্ধ কফ সিরাপ। গ্রেপ্তার করা হয় আটক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তার ব্যক্তির নাম খগেন রায়, বাড়ি গৌরসিং জোত এলাকায়। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।