বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

siliguri: বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ সিপিআইএম এর ৩ নম্বর এরিয়া কমিটির

রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য , এই যুগ, শিলিগুড়ি

siliguri: বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ সিপিআইএম এর ৩ নম্বর এরিয়া কমিটিরবিদ‍্যুতের ইউনিট স্ল‍্যাবের (siliguri)  পরিবর্তনের মধ‍্যদিয়ে মূল‍্যবৃদ্ধি সহ স্থানীয় গ্রাহকদের পরিসেবা সমুহ দাবি তুলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার শিলিগুড়ি৩ নম্বর এরিয়া কমিটি বিক্ষোভে সামিল।তিন দফা দাবির ভিত্তিতে হাকিমপাড়া বিদ‍্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ৩ নম্বর এরিয়া কমিটির সকল কর্মীবৃন্দরা।এরিয়া কমিটির সম্পাদক তিলক গুল এক বক্তব্যে জানান বিভিন্ন বাড়ির ভাড়াটিয়ার বিল সরলিকরণ করা ষর পাশাপাশি বিদ‍্যুৎ এর মাসুল বৃদ্ধির প্রতিবাদে তাঁরা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে। তাদের দাবি মানা না হলে আগামীতে এর চেয়েও গুরুতর আন্দোলন সংগঠিত করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।