বেশ কিছুদিন (Siliguri) ধরেই একটার পর একটা চুরির ঘটনা ঘটছিলো শিলিগুড়ি লাগোয়া শালুগাড়া বি এস এফ ক্যাম্পে। ক্যাম্প কর্তৃপক্ষ ভক্তিনগর থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে এবং নজরদারি চালাতে শুরু করে। মঙ্গলবার চোর ফের ক্যাম্পে চুরি করতে এলে পুলিশ হাতেনাতে ধরে চোরকে। জানা গেছে চোরের নাম রাকেশ মিশ্র। তার হেফাজত থেকে উদ্ধার হয় চুরির সামগ্রী। ধৃতকে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে চুরির কান্ডে আরও কেউ জড়িত আছে কিনা।
Siliguri: বিএসএফ ক্যাম্পে চুরির ঘটনায় গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper