বৃহস্পতিবার শিলিগুড়িতে (siliguri) আয়োজিত হতে চলেছে দুর্গাপূজা ক্যার্নিভ্যাল ২০২৩। প্রতিবছরের মতো এবারও এই কার্নিভ্যাল দেখতে প্রচুর মানুষ ভীড় করবেন। কার্নিভ্যাল কে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন। তার সাথে ছিলেন শিলিগুড়ি পৌর কমিশনার, শিলিগুড়ি মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকগন। মেয়র জানান কার্নিভ্যাল কে সর্বাঙ্গীণ ভাবে সফল করার লক্ষ্যেই এই পরিদর্শন।
siliguri: শিলিগুড়ির দুর্গাপূজা কার্নিভ্যাল এর প্রস্তুতি খতিয়ে দেখলেন মেয়র
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper