Breaking News

siliguri: শিলিগুড়ি চম্পাসারি এটি এম লুট কান্ডে গ্রেপ্তার ভিন রাজ্যের তিন দুষ্কৃতি, উদ্ধার তিন লক্ষাধিক টাকা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: শিলিগুড়ি চম্পাসারি এটি এম লুট কান্ডে গ্রেপ্তার ভিন রাজ্যের তিন দুষ্কৃতি, উদ্ধার তিন লক্ষাধিক টাকাশিলিগুড়ির চম্পাসারিতে এ টি এম লুট কান্ডে প্রধাননগর (siliguri) থানার এন্টি ক্রাইম ব্রাঞ্চ তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। জানা গেছে এটি এম লুট কান্ডের তদন্তে নেমে এন্টি ক্রাইম ব্রাঞ্চ এর সাদা পোষাকের পুলিশ পৌঁছে যায় হরিয়ানায়। সেখান থেকে এক দুষ্কৃতি কে গ্রেপ্তার করে শিলিগুড়ি নিয়ে আসে পুলিশ। তাকে জেরা করে আরও দুই দুষ্কৃতিকে শিলিগুড়ি লাগোয়া সেবক জঙ্গল থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে তিন দুষ্কৃতি হরিয়ানা রাজ্যের নুহু জেলার বাসিন্দা। ধৃতদের থেকে উদ্ধার হয় তিন লক্ষাধিক টাকা। ধৃতদের নাম মোহাম্মদ ইসরাইল, জাভেদ খান ও মোহাম্মদ খুশিদ। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। প্রধাননগর থানার আই সি বি ডি সরকার জানান এটি এম লুট কান্ডে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সহযোগিতা আশানুরূপ ভাবে পাওয়া না যাওয়ায় আসামীদের ধরতে বেগ পেতে হয়েছে। অপরদিকে পুলিশের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর জানান এটি এম কান্ডে তিন দুষ্কৃতি কে গ্রেপ্তার করা হয়েছে। আরও কতজন এই কান্ডে জড়িত সেসব বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সম্প্রতি শিলিগুড়িতে সোনার দোকান লুটের যে ঘটনা ঘটেছে সেই কান্ডেও এই আন্তরাজ্য গ্যাং জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।