Breaking News

siliguri: চোলাই মদের ঠেকে অভিযানে গিয়ে মদ্যপদের হামলায় আহত এ এস আই ,গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: চোলাই মদের ঠেকে অভিযানে গিয়ে মদ্যপদের হামলায় আহত এ এস আই ,গ্রেপ্তার একশিলিগুড়ি পুলিশ (siliguri) কমিশনারেটের অধীন খড়িবাড়ি থানার পুলিশ মঙ্গলবার থানা এলাকার ডাঙ্গুজোত গ্রামে চোলাই মদের ঠেকে অভিযান চালায়। অভিযান চালানোর সময় মদের ঠেকে থাকা জনা কুড়ি মদ্যপ পুলিশ দলের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। মদ্যপদের হামলায় আহত হন পুলিশের একজন এ এস আই। আহত এ এস আই বর্তমানে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। হামলার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সুনীল মাহাতো। বাকিরা পলাতক। ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ বাকি পলাতকদের খোঁজ ও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।