শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

siliguri: গরু বোঝাই পিক আপ ভ্যান আটক করে বিক্ষোভ এলাকাবাসীর

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: গরু বোঝাই পিক আপ ভ্যান আটক করে বিক্ষোভ এলাকাবাসীরগরু বোঝাই (siliguri) পিক আপ ভ্যান আটক করে মঙ্গলবার দুপুরে বিক্ষোভে সামিল হলেন শিলিগুড়ির শক্তিগড়ের বাসিন্দারা। তাদের অভিযোগ একটি ছোটো পিক আপ ভ্যানে করে খুব খারাপভাবে গরু গুলি নিয়ে যাওয়া হচ্ছিলো। জানা গেছে এদিন দুপুরে বাসিন্দাদের নজরে আসে একটি পিক আপ ভ্যান করে খুব খারাপভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছে। বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা পিক আপ ভ্যানটিকে আটক করে গরু নিয়ে যাওয়ার নথিপত্র দেখতে চাইলে চালক মাত্র চারটি গরুর বৈধ নথি দেখাতে পারেন। বাকি চারটি গরুর বৈধ নথিপত্র দেখাতে অপারগ হন চালক। সেই মুহুর্তে ঐ রাস্তা ধরে আরেকটি গরু বোঝাই পিক আপ ভ্যান আসে। বাসিন্দারা সেটিকেও আটক করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের বক্তব্য এক একটি ছোট পিক আপ ভ্যানে আটটি করে গরু বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিলো খারাপভাবে। যে কোনো সময় গরুগুলির মৃত্যু ঘটতে পারতো। বিক্ষোভ দেখাতে দেখাতেই তারা নিউ জলপাইগুড়ি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরুসহ গাড়িগুলিকে ও গাড়ির চালকদের আটক করে থানায় নিয়ে যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।