শিলিগুড়ি পুর (CPIM) নিগমের ব্য্র্থতার অভিযোগ তুলে ও দশ দফা দাবিতে বিক্ষোভে সামিল হলো সি পিআই এম দার্জিলিং জেলা কমিটি। শুক্রবার দুপুরে সি পি আই এম দলের কর্মী সমর্থকরা শিলিগুড়ির দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবন এর সামনে থেকে বিশাল মিছিল করে শিলিগুড়ি পুর নিগমের সামনে যান। সেখানে মোতায়েন ছিলো বিশাল পুলিশ বাহিনী। পুর নিগমের সামনে একটি সভা করেন সি পি আই এম কর্মী সমর্থক ও নেতৃত্ব। সভায় পুর নিগমের ব্যর্থতার অভিযোগ তুলে বক্তব্য রাখেন দলের নেতারা। সভা থেকেই দশ দফা দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন দলের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার, সি পি আই এম নেতা অশোক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।
siliguri CPIM: শিলিগুড়ি পুর নিগমের ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ সমাবেশ সিপিআইএম এর
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি