সোমবার শিলিগুড়ির (Siliguri) অদূরে ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে আমাইদীঘী গাড়ি পার্কিং এলাকায় উদ্ধার হয় একটি মর্টার শেল। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে আমাইদীঘী পার্কিং এরিয়ায় এদিন একটি ডাম্পারে করে ওদলাবাড়ির তিস্তা থেকে বালি পাথর নিয়ে আসা হয়। সেগুলি চালনি করার সময় মর্টার শেল টি পাওয়া যায়। সাথে সাথে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। সেখান থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে ও নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছে। পুলিশের অনুমান গত বছর তিস্তায় যে বিপর্যয় ঘটেছিলো তার ফলে এধরনের মর্টার শেল তিস্তায় ভেসে আসে। এটি সেরকমই একটি মর্টার। স্থানীয়দের দাবী দ্রুত এটিকে নিষ্ক্রিয় করা হোক।
Siliguri: ফুলবাড়িতে উদ্ধার মর্টার শেল, চাঞ্চল্য এলাকায়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper