শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

siliguri: গাঁজা পাচারের ছক ভেস্তে দিলো পুলিশ, উদ্ধার পঁচিশ কেজি গাঁজা, গ্রেপ্তার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: গাঁজা পাচারের ছক ভেস্তে দিলো পুলিশ, উদ্ধার পঁচিশ কেজি গাঁজা, গ্রেপ্তার দুইফাঁসিদেওয়া থানার মুরলিগছ (siliguri)চেক পোস্টে নাকা চেকিং এ শুক্রবার সকালে একটি ছোট চার চাকার গাড়ি আটক করে পুলিশ। তল্লাশী চালিয়ে গাড়ির ইঞ্জিনের পাশে বানানো গোপন চেম্বার থেকে উদ্ধার করে পঁচিশ কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা দুই জনকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম কুনাল কুমার যাদব ও সাতান রায়, দুজনেই বিহারের পাটনার বাসিন্দা। ধৃতরা অসমের গৌহাটি থেকে গাড়িতে গাঁজা উঠিয়ে বিহারের পাটনায় পাচারের ছক কষেছিলো। গাঁজা পাচারের উদ্দ্যেশ্যে গাড়ির ইঞ্জিনের সামনে বনেটের নীচে গোপন চেম্বার তৈরি করেছিলো তারা। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।