Breaking News

siliguri: গলানো অবস্থায় উদ্ধার চুরি যাওয়া সোনার গহনা, গ্রেপ্তার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: গলানো অবস্থায় উদ্ধার চুরি যাওয়া সোনার গহনা, গ্রেপ্তার দুইশিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের অধীন প্রধাননগর থানার এ এস আই প্রবাল সরকার এর নেতৃত্বে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় চুরির অভিযোগে অভিযুক্ত সোনু বাল্মিকী নামে এক ব্যক্তিকে। জানা গেছে সোনু থানা এলাকার একটি বাড়ির কেয়ার টেকার হিসাবে কাজ করতো। বাড়ির মালিক চলতি মাসের এক তারিখ প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন তার বাড়ির তত্বাবধায়ক সোনু বাল্মিকী বাড়ির সোনার গহনা নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছে। গহনার মধ্যে রয়েছে একটি ব্রেসলেট, দুটি চেন, তিনটি আংটি, একটি চিক ও এক জোড়া কানের দুল। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার রাতে সোনু বাল্মিকীকে গ্রেপ্তার করে। সে জিজ্ঞাসাবাদের জবাবে জানায় সোনার গয়নাগুলি শিলিগুড়ি রবীন্দ্রনগর এলাকার একটি সোনার দোকানে বিক্রি করেছে। পুলিশ সোনুর কথামত সোনার দোকানে যায় ও দোকান মালিক মনোজ দত্তকে গ্রেপ্তার করে। দোকান থেকে উদ্ধার হয় গলিয়ে ফেলা সোনা। মনোজ দত্ত পুলিশকে জানায় সে চোরাই গয়নাগুলি কেনার পর গলিয়ে ফেলেছে যার ওজন ৫৫ গ্রাম ২০০ মিলিগ্রাম। পুলিশ ধৃত দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে তাদের আদালতে পাঠিয়েছে ও ঘটনার তদন্ত জারি রেখেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।