শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

siliguri: হাতির দাঁত সহ গ্রেপ্তার দুই পাচারকারী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: হাতির দাঁত সহ গ্রেপ্তার দুই পাচারকারী বন দপ্তরের কার্শিয়াং (siliguri) বিভাগের ঘোষ পুকুর রেঞ্জের কর্মীদের অভিযানে হাতির দাঁত সহ ধরা পড়লো দুই পাচারকারী। জানা গেছে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে ঘোষপুকুর রেঞ্জের কর্মীরা শনিবার দুই নম্বর এশিয়ান হাইওয়েতে বাগডোগরা বিহার মোড় লাগোয়া ফ্লাই ওভারের উপর নেপাল নম্বরের একটি ছোট চার চাকার গাড়ি আটক করে তল্লাশী চালান। তল্লাশীতে গাড়িতে থাকা এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় একটি হাতির দাঁত। গ্রেপ্তার করা হয় ঐ ব্যক্তিকে এবং গাড়ির চালককে। গাড়ির চালকের নাম গনেশ বাঁশফোড়, নেপালের বাসিন্দা আর যার ব্যাগ থেকে হাতির দাঁত উদ্ধার হয় তার নাম কমল আগরওয়াল, শিলিগুড়ির বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বন কর্মীরা পাচার চক্রের হদিশ করতে চেষ্টা চালাচ্ছেন। কার্শিয়াং বিভাগের এ ডি এফ ও রাহুল দেব মুখার্জি জানান এশিয়ান হাইওয়ের চিকেন নেক ধরে বন্য প্রানীর দেহাংশ পাচারের একটি আন্তর্জাতিক চক্র সক্রিয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার এর নেতৃত্বে অভিযান চালিয়ে হাতির দাঁত সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া দাঁতটি পয়ত্রিশ সেন্টিমিটার লম্বা, ওজন এক কেজি একশো পাঁচ গ্রাম। ধৃতদের রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।