বুধবার , নভেম্বর 13 2024
Breaking News

Siliguri: জাল আধারকার্ড বানানোর পর্দা ফাঁস ভারত নেপাল সীমান্তে, গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Siliguri: জাল আধারকার্ড বানানোর পর্দা ফাঁস ভারত নেপাল সীমান্তে, গ্রেপ্তার একভারত নেপাল (Siliguri) সীমান্তের খড়িবাড়ি থানার বাতাসী বদরাজোত এলাকার একটি অনলাইন সেন্টারে শনিবার খড়িবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে টাকার বিনিময়ে জাল আধারকার্ড তৈরির পর্দা ফাঁস করে, গ্রেপ্তার করা হয় এক জনকে। জানা গেছে গোপন সুত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন নকশালবাড়ির এস ডি পি ও নেহা জৈন। তিনি জানান অন লাইন সেন্টারে হানা দিয়ে উদ্ধার হয়েছে তিনটি জাল আধারকার্ড। গ্রেপ্তার করা হয়েছে সোনাই সরকার নামে এক ব্যক্তিকে। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার, হার্ড ডিস্ক সহ বিভিন্ন নথিপত্র। ধৃত দশ হাজার থেকে কুড়ি হাজার টাকার বিনিময়ে নেপালের নাগরিকদের জাল পরিচয়পত্র বানিয়ে দেবার কারবার চালাচ্ছিলো দীর্ঘদিন ধরে। এর আগেও সোনাই সরকার এক বাংলাদেশীকে জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেবার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলো। অভিযান এর সময় অন লাইন সেন্টারে কয়েকজন নেপালের নাগরিক উপস্থিত ছিলেন যারা টাকার বিনিময়ে পরিচয়পত্র বানাতে দিয়েছিলেন। এরা এদিন ঐ পরিচয় পত্র সংগ্রহ করতে এসেছিলেন। ধৃতকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশী হেফাজতের আবেদন জানান হয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে এই জাল পরিচয়পত্র তৈরির চক্রকে ধরতে তদন্ত শুরু করবে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।