শিলিগুড়ি জেলা (Siliguri) হাসপাতাল রোগী কল্যান সমিতির বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার। হাদপাতালের ডি এন বি সেমিনার হলে আয়োজিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যান সমিতির রাজ্য সরকারের প্রতিনিধি গৌতম দেব, শিলিগুড়ি জেলা হাসপাতাল সুপার, শিলিগুড়ির মহকুমাশাসক, দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। গৌতম দেব জানান এদিন বৈঠকে হাসপাতালে কয়েকটি নতুন বিভাগ খোলা, হাসপাতালের আধুনিকীকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান হাসপাতালে ভর্তি রোগীদের জন্য একটি ই পোর্টাল চালু করা এবং মা ও শিশুদের জন্য একটি নতুন বিভাগ চালু করার কাজ খুব শীঘ্র শুরু করা হবে।
Siliguri: শিলিগুড়ি জেলা হাসপাতাল রোগী কল্যান সমিতির বৈঠক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি