শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

siliguri: জল সমস্যা নিবারণের জন্য বিশেষ উদ্যোগ শিলিগুড়ি পুরনিগমের

রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য, এই যুগ, শিলিগুড়ি

siliguri : জল সমস্যা নিবারণের জন্য বিশেষ উদ্যোগ শিলিগুড়ি পুরনিগমেরপ্রতিনিয়ত শিলিগুড়ি শহরে দেখা মিলছে (siliguri) জল সমস্যা। গরম এখনো সেই প্রকার না পড়তেই ইতিমধ্যেই শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে মিলছে না জল। এবার সেই সমস্যাসমাধানেরই উদ্যোগী হল শিলিগুড়ি পুরনিগম।

সোমবারের সকালে (siliguri) শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে এক বিশেষ বৈঠক করা হয়। যেই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, একাধিক ওয়ার্ডের কাউন্সিলর সহ বোরো চেয়ারম্যান এবং এমএমআইসি-রা। পাশাপাশি এই বৈঠকে পুরনিগমের জল বিভাগের কর্মকর্তা এবং ইঞ্জিনিয়াররাও উপস্থিত ছিলেন।মূলত বিভিন্ন ওয়ার্ডে জল না মেলার একাধিক কারণ সামনে উঠে আসে। কোথাও টেকনিক্যাল সমস্যা তো কোথাও আবার অন্য কোনো সমস্যা। সবমিলিয়ে উঠে আসে একাধিক অভিযোগ। তবে এই সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দেন মেয়র। তিনি বলেন, বহু অর্থ ব্যায় করে করা হচ্ছে বিরাট জলপ্রকল্প এবং আরও সমস্যা সমাধানের জন্য আগামীকাল যাদবপুর থেকেও আসছেন এক বিশেষজ্ঞ। সবমিলিয়ে খুব দ্রুতই এই সকল সমস্যার সমাধান হতে চলেছে বলে জানান শিলিগুড়ি মেয়র গৌতম দেব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।