উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে মেডিক্যাল কলেজের সভাকক্ষে রবিবার আয়োজিত হল উচ্চ পর্যায়ের আধিকারিকদের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের রুগী কল্যান সমিতির চেয়ারম্যান গৌতম দেব, দার্জিলিং এর জেলা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগন। গৌতম দেব জানান এই হাসপাতালের উপর উত্তরবঙ্গ সহ নিম্ন অসমের বহু মানুষ নির্ভরশীল। চিকিৎসা করাতে এসে তারা যেন আরও উন্নত পরিষেবা পান সে বিষয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহন এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই বৈঠকে বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়েছে। সেগুলি দ্রুত কার্যকর করার লক্ষ্যে কাজ শুরু করা হবে।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে বৈঠক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper