শিলিগুড়ি পৌর এলাকার পথকুকুরদের নির্বীজকরণের লক্ষ্যে সোমবার শিলিগুড়ি পৌর নিগমের সভাকক্ষে অনুষ্ঠিত হল এক বৈঠক। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পশু চিকিৎসকদের একটি টিম ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি গন। মেয়র গৌতম দেব জানান শিলিগুড়ি পৌর এলাকায় পথ কুকুরদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এদের জন্য শহরে অনেকেই দূর্ঘটনার কবলে যেমন পড়েছেন তেমনি এদের কামড়ে অনেকেই জখম হয়েছেন। এদের সংখ্যা যাতে কমানো যায় সেই লক্ষ্যেই এদিনের সভায় আলোচনা হয়েছে।
Siliguri: পথকুকুরদের নির্বীজকরনের লক্ষ্যে বৈঠক শিলিগুড়িতে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper