নেশা করতে (Siliguri) এসে পুলিশের জালে ধরা পড়লো শিলিগুড়ি আদালত থেকে পলাতক এক অভিযুক্ত। জানা গেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের খড়িবাড়ি থানার পুলিশ শুক্রবার থানা এলাকার পানিট্যাঙ্কিতে ঝামেলা পাকানোর অভিযোগে বিকাশ কার্কি নামে এক যুবককে গ্রেপ্তার করে। শনিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করার লক্ষ্যে পুলিশ ভ্যান থেকে নামিয়ে আদালত লক আপে নিয়ে যাবার সময় অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনায় ব্যপক আলোড়ন সৃষ্টি হয়। পুলিশ পলাতক অভিযুক্তকে ফের গ্রেপ্তার করার লক্ষ্যে অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গেছে রবিবার রাতে পলাতক অভিযুক্ত পানিট্যাঙ্কি এলাকায় একটি নেশার ঠেকে নেশা করতে যায়। সূত্র মারফত এই খবর পেয়ে পুলিশ পলাতক অভিযুক্তকে ফের গ্রেপ্তার করে ও সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করে।
Siliguri: নেশা করতে এসে ধরা পড়লো আদালত থেকে পলাতক অভিযুক্ত
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি