গোপনসূত্রে খবরের (Siliguri)ভিত্তিতে অভিযান চালিয়ে নব্বইটি নিষিদ্ধ মাদক ইঞ্জেকশন সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত ভক্তিনগর থানার পুলিশ।( Siliguri)জানা গেছে শিলিগুড়ি পৌর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের আপার ভানুনগর এলাকা থেকে ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার হয় তিরিশটি ডায়াজিপাম, তিরিশটি ফেনেগ্রান ও তিরিশটি লুপিজেসিক ইঞ্জেকশন এর মোট নব্বইটি শিশি। প্রতিটি দুই মিলিগ্রামের ভায়াল। এগুলির প্রত্যেকটি নিষিদ্ধ মাদক ইঞ্জেকশন বলে জানায় পুলিশ। ধৃতের নাম দীপরাজ সিং। পুলিশের অনুমান ধৃত ব্যক্তি এগুলি অন্যত্র পাচারের ছক কষেছিল। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং তার বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Siliguri: নিষিদ্ধ মাদক ইঞ্জেকশন সহ গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper