শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানা পুলিশের যৌথ অভিযানে রবিবার রাতে চারশো দুই গ্রাম ব্রাউন সুগার সমেত গ্রেপ্তার হলো এক ব্যক্তি। জানা গেছে ধৃতের নাম মহম্মদ আসলাম, তার বাড়ি নক্সালবাড়ি থানার তোতারামজোত এলাকায়। জব্দ করা ব্রাউন সুগারের আনিমানিক বাজার মূল্য আশি লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে বাগডোগরা থানায় এন ডি পি এস আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। কোথা থেকে এই ব্রাউন সুগার আনা হয়েছে বা কোথায় পাঠানো হবে সেসব বিষয় জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত রহস্য উদ্ধারে পুলিশ তদন্ত শুরু করেছে।
Siliguri: আশি লক্ষ টাকার ব্রাউন সুগার সমেত পুলিশি অভিযানে ধৃত এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি