বন দপ্তরের কার্শিয়াং বিভাগের অন্তর্গত ঘোষ পুকুর রেঞ্জের কর্মীরা শিলিগুড়ির নক্সালবাড়ি থেকে পাঁচ কেজি শুকনো সী হর্স অর্থাৎ সমুদ্র ঘোটক সহ এক ব্যক্তিকে আটক করেন। গোপন সুত্রে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা বুধবার এক বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য পান। জানা গেছে আটক ব্যক্তির নাম ফৈয়াজ আহমেদ। বন দপ্তর সূত্রে জানা গেছে সী হর্স বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭২ অনুসারে এক নম্বর তালিকাভুক্ত। এই আইন অনুযায়ী সী হর্স ধরা, সী হর্সের দেহাংশ সহ জীবন্ত বা মৃত সীহর্সের বেচা কেনা অথবা এর দেহাংশের যে কোনো রকম ব্যবহার আইনত দন্ডনীয় অপরাধ। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রান সংরক্ষনের বিশেষ ধারায় মামলা দায়ের করে বন দপ্তর তদন্ত শুরু করেছে।
Seahorses siliguri: পাঁচ কেজি শুকনো সী হর্স সহ আটক এক ব্যক্তি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper