সোমবার (Siliguri)ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেক পোস্টে একটি কন্টেনার ট্রাক আটক করে তল্লাশী চালায় বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। তল্লাশীতে কন্টেনার ট্রাক থেকে উদ্ধার হয় চল্লিশটি মহিষ। চালক মহম্মদ হায়দার মহিষগুলির কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। চালক উত্তরাখন্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে মহিষগুলিকে বিহার থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের অনুমান অসম থেকে মহিষগুলিকে অন্যত্র পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। ধৃতকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। এই পাচারচক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
Siliguri: পাচারের পথে উদ্ধার চল্লিশটি মহিষ,গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি