Breaking News

Siliguri: প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান পুরনিগম ও পুলিশের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Siliguri: প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান পুরনিগম ও পুলিশেরশিলিগুড়ি (Siliguri) পৌর নিগম এলাকায় অনেকদিন আগেই প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করা হলেও দোকান বাজারে রমরমিয়ে চলছে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার। বুধবার প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে শহরের আট ও নয় নম্বর ওয়ার্ডের খালপাড়া ও নয়াবাজার এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি পৌর নিগম এর কর্মী সহ খালপাড়া পুলিশ আউটপোস্ট এর কর্মীরা। এদিন দুটি এলাকায় তিনটি গুদামে হানা দিয়ে পাঁচশোটির অধিক প্লাস্টিক ক্যারিব্যাগের বস্তা উদ্ধার করে পুলিশ ও পুর কর্মীরা। পুর নিগমের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক জানান এদিন অভিযান চালিয়ে পাঁচশোর অধিক প্লাস্টিক ক্যারিব্যাগ ভর্তি বস্তা উদ্ধার করা হয়েছে। আরও কয়েকটি গুদাম তাদের নজরে আছে, খুব শীঘ্রই সেগুলিতে অভিযান চালানো হবে। তিনি আরও জানান নির্ধারিত মানের চেয়ে নীচু মানের প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বরদাস্ত করা হবেনা। এগুলি যারা মজুত ও ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।