Breaking News

siliguri: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বন্যাত্রান তৎপরতা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বন্যাত্রান তৎপরতা শিলিগুড়ি পুলিশ উদ্যোগে চলছে (siliguri) বন্যাত্রান তৎপরতা। রবিবার শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আওতাধীন পোড়াঝারের বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন। বন্যা দুর্গতদের হাতে তুলে দেন প্রয়োজনীয় খাদ্য , কম্বল সহ অন্যান্য সামগ্রী। পাশাপাশি এদিন তিনি বন্যা কবলিত স্কুল পড়ুয়াদের বিতরন করেন স্কুল ব্যাগ,খাতা,কলম, পেন্সিল সহ অন্যান্য শিক্ষা উপকরন উদ্দ্যেশ্য স্কুল পড়ুয়ারা যাতে বিনা বাধায় পড়াশোনা চালিয়ে যেতে পারে। এছাড়াও বন্যা কবলিত এলাকায় বিভিন্ন মেরামতি কাজ ও পরিদর্শন করেন তিনি। পুলিশের এই সামাজিক কর্মসূচিকে সকলে বাহবা দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।