শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল এবারের দুর্গাপূজা কার্নিভাল এর প্রস্তুতি বৈঠক। শিলিগুড়ি পৌর নিগমের সভা কক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, পৌর নিগমের মেয়র পারিষদের সদস্য সদস্যাগন, দার্জিলিং এর জেলাশাসক, শিলিগুড়ির মহকুমাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনার সহ অনান্য আধিকারিকগন। মেয়র গৌতম দেব জানান শিলিগুড়িতে এবারের দুর্গাপূজা কার্নিভাল হবে হিলকার্ট রোড জুড়ে। পাহাড়, গ্রামাঞ্চল ও শহরের মোট পঞ্চাশটি সুসজ্জিত ট্যাবলো কার্নিভাল এ অংশ গ্রহন করবে। মূল সাংস্কৃতিক মঞ্চ হবে এয়ারভিউ মোড়ে এবং হিলকার্ট রোডের প্রতিটি মোড়ে সাংস্কৃতিক মঞ্চ থাকবে। কার্নিভাল যাতে সুষ্ঠুভাবে হয় তার প্রস্তুতির লক্ষ্যেই এই বৈঠক বলেও জানান মেয়র গৌতম দেব।
Siliguri: দুর্গাপূজা কার্নিভালের প্রস্তুতি বৈঠক শিলিগুড়িতে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি