পুজোর আগে মঙ্গলবার শিলিগুড়ির তেনজিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাস থেকে দুটি এসি রকেট বাস ও দুটি সি এন জি বাস পরিষেবার উদ্বোধন হলো। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উদ্যোগে সবুজ পতাকা দেখিয়ে এদিনের বাস পরিষেবা উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। পার্থপ্রতিম রায় জানান এসি রকেট বাস দুটি শিলিগুড়ি ও কলকাতা এবং সি এন জি বাস দুটি শিলিগুড়ি কোচবিহার রুটে চলাচল করবে। তিনি আরও জানান পরিবেশকে দূষন মুক্ত রাখার লক্ষ্যে খুব শীঘ্রই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আরও বেশ কিছু সি এন জি চালিত বাস পরিষেবা চালু করবে। এদিন বাস পরিষেবা চালুর পাশাপাশি যেসব চালক, খালাসি ও টেকনিশিয়ানগন ভালো কাজ করেছেন তাদের প্রত্যেককে নগদ দশ হাজার টাকা, গাছের চারা ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
Siliguri: পুজোর আগে উদ্বোধন হলো দুটি এসি রকেট বাস সহ দুটি সি এন জি বাস পরিষেবা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি