শিলিগুড়ি লাগোয়া (siliguri) ডাবগ্রাম দুই নম্বর।গ্রাম পঞ্চায়েতের ফকদইবাড়ি গ্রামে একটি রাস্তার কাজ শেষ হবার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই উঠে যাচ্ছে পিচের আস্তরন, বেরিয়ে পড়ছে রাস্তার কংকালসার চেহারা এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। তারা জানান জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে রাস্তাটির কাজ হয়েছে। কাজ এতটাই নিম্নমানের যে রাস্তা দিয়ে গাড়ি গেলেই গাড়ির চাকার সাথেই উঠে যাচ্ছে পিচের আস্তরন। ক্ষুব্ধ বাসিন্দারা জানান রাস্তার কাজে ব্যপক দূর্নীতি হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জানান তিনি বিষয়টি জেলা পরিষদে জানিয়েছেন। জেলা পরিষদ সূত্রে জানা গেছে বিষয়টি নিয়ে জেলা পরিষদ তদন্ত করে দ্রুত পদক্ষেপ গ্রহন করবে।
siliguri: রাস্তার কাজ শেষ হবার চব্বিশ ঘণ্টার মধ্যেই পিচ উঠে গিয়ে ফের রাস্তা হয়ে পড়েছে কংকালসার, অভিযোগ এলাকাবাসীর
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper