শিলিগুড়ি জেলা হাসপাতালে রুগী পরিষেবাকে আরও গতিময় করার লক্ষ্যে শনিবার উদ্বোধন হল বেশ কয়েকটি নতুন বিভাগ। শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব বিভাগ গুলির উদ্বোধন করেন। তিনি জানান এদিন বার্ন ওয়ার্ড, সাইকিয়াট্রিক ওপিডি, পিকু, বিশেষভাবে সক্ষমদের জন্য টয়লেট, ব্লাড কম্পোনেন্ট সেপারেটর ইউনিট ও মিটিং হল উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর নতুন মিটিং হলে রুগী কল্যান সমিতির একটি বৈঠক আয়োজিত হয়। বৈঠকে রূগী পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব নেওয়া হয়।
Siliguri: রুগী পরিষেবায় আরও গতি আনয়নের লক্ষ্যে শিলিগুড়ি জেলা হাসপাতালে উদ্বোধন হল বেশ কয়েকটি বিভাগ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper